Thursday, December 6, 2018

দেশের উত্তরের চরম শীতার্ত জনপদ নীলফামারীতে Friends for Humanity থেকে কম্বল বিতরণ

Blanket Box
শীতার্তদের জন্য কম্বল পাঠানো হচ্ছে
শীতের প্রচণ্ড ভয়াবহতা থেকে দেশের চরম দরিদ্র, বিপদগ্রস্ত এবং শীতার্ত মানুষের থরথর করে কাপার কস্ট কিছুটা লাগব করার প্রয়াসে Friends for Humanity শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করার সিদ্ধান্ত নেয়। এই কাজের অংশ হিসেবে আজ (ডিসেম্বর ০৬, ২০১৮) দেশের উত্তরের চরম শীতার্ত জনপদ গুলোর একটি নীলফামারীর উদ্দেশ্যে গ্রুপের বন্ধুদের সহায়তায় ৬ কার্টুন কম্বল পাঠানো হল।
Blanket
শীতার্তদের জন্য কম্বল

Wednesday, December 5, 2018

আত্নপ্রকাশ করলো ভার্চুয়াল গ্রুপ "Friends For Humanity"

Friends For Humanity
প্রয়াত বন্ধুর ছেলের হাতে সঞ্চয়পত্র তুলে দেয়া হচ্ছে
"অন্ধকারে আলো হবো, সুখে-দুঃখে সঙ্গে রবো" এই মূলমত্র নিয়ে নোয়াখালী জেলায় ১৯৯৬ সালে এস.এস.সি. এবং ১৯৯৮ সালে এইচ.এস.সি পাশ করা বন্ধু ও সহপাঠীদের নিয়ে ১মাস আগে যাত্রা শুরু করে ফেইসবুক ভিত্তিক গ্রুপ "Friends For Humanity" ইতিমধ্যেই নোয়াখালীর বিভিন্ন স্কুল এবং কলেজের প্রায় ৫শত সহপাঠী সংযুক্ত হয়ছে গ্রুপটিতে মূলত পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা নোয়াখালীর SSC’96 ও HSC’98 সহপাঠীদের ফেইসবুক গ্রুপটিতে সংযুক্তির পাশাপাশি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করার মাধ্যমে নানাবিধ সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ করা, বিপদগ্রস্থ এবং জীবন যুদ্ধে পিছিয়ে পড়া বন্ধুর পাশে দাঁড়ানো এবং গ্রুপের যে কোন সদস্য, সমাজ ও দেশের প্রয়োজনে মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া এবং তার পাশাপাশি নিজ জেলায় ভালো কিছু করার পরিকল্পনা মাথায় নিয়ে নতুন এই গ্রুপটির শুভসূচনা।

Friends For Humanity1
গ্রুপ ছবি, শহীদ এসকান্দার কচি মিলনায়ত, নোয়াখালী প্রেস ক্লাব
পথচলার শুরুতেই হরিনারায়নপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সহপাঠী বন্ধু, একসময়ের চৌকস ফুটবল খেলোয়াড় এবং ইন্টারস্কুল ৯৬ সালের অধিনায়ক গোলাম রাব্বানীর অকাল মৃত্যুতে অসহায় পরিবারটিকে সাহায্য করার প্রস্তাবনা আসে। সেই প্রেক্ষিতে প্রাথমিক সহায়তা হিসেবে তার বড় ছেলের পড়াশুনা অব্যাহত রাখতে স্থায়ী একটা বন্দোবস্ত করার লক্ষ্যে গ্রুপের সকলের প্রতি আবেদন জানানো হয়। আহবানের মাত্র ২০দিনের মধ্যেই গ্রুপ সদস্যদের দেয়া সহায়তা দাঁড়ায় তিন লক্ষ পঁচিশ হাজার টাকা। উক্ত টাকা দিয়ে চৌমুহনী পোষ্ট অফিস হতে তিন লক্ষ টাকার সঞ্চয়পত্র ক্রয় করা হয় এবং বাকী পঁচিশ হাজার টাকা নগদ প্রদান করা হয় রাব্বানির পরিবার কে। ৩০ নভেম্বর, ২০১৮ তারিখে নোয়াখালী প্রেস ক্লাবের শহীদ এসকান্দার কচি মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে এ সহয়তার সঞ্চয়পত্র প্রয়াত বন্ধুর ছেলের হাতে তুলে দেয়া হয়।

Friends For Humanity2
গ্রুপ মিটিং ছবি
গ্রুপটি প্রাথমিকভাবে ভার্চুয়াল হিসেবে যাত্রা শুরু করলেও উদ্যোক্তাদের পরিকল্পনা রয়েছে ভবিষ্যতে এটিকে সরকার নিবন্ধিত ফাউন্ডেশন এ রুপান্তরের বর্তমানে গ্রুপটি পরিচালনায় (এডমিন প্যানেল) রয়েছেন Md Ghani, Khaled Mumen Sagar, Golap Mohi Uddin, Mohammad Zohirul Islam, Sumon Mahmud, Shiblu Hossain, Suraiya Aktar, Ziaul Islam, Nasir Rayhan, Sayed FayezShah Nawaz Ahmed এবং Shahidul Karimগ্রুপ পরিচালনার জন্য ক্রমান্বয়ে নোয়াখালীর প্রতিটি স্কুল (৯৬ ব্যাচ) এবং কলেজ (৯৮ ব্যাচ) ১ জন করে যুক্ত করা হবে এডমিন প্যানেলে, তাই আগ্রহী বন্ধুদের কে গ্রুপ পেজে [www.facebook.com/groups/1778532418926168] অথবা গ্রুপ মেইলে [fforhbd@gmail.com] যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে।